

বান্দবান জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত হয়েছে।গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলার শাখার সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর,তিং তিং ম্যা, পৌর কাউন্সিলর মো:হাবিবুর রহমান খোকন,অজিত কান্তি দাশ,সৌরভ দাশ শেখর, আবুল কালাম,সালেহা বেগম,জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম মুন্না পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, সাবেক যুব নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর,জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ, সম্পাদক সুজন চৌধুরৗ সঞ্জয়,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল,কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু ,মো.ইসমাইল,আশরাফ হোসেন আশু, আওয়ামীলীগ,কৃষক লীগ,স্বেচ্ছা সেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।২০১৪ সালের ৫ মে ঐতিহাসিকভাব সাংবিধানিক নির্দেশনা রক্ষায় একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং মহাজোট সরকার নিরঙ্কুশ রায় নিয়ে সংসদ ও সরকার গঠন করে।সেই থেকেই আওয়ামীলীগ ৫ জানুয়ারী দিনটিকে গনতন্ত্রের বিজয় দিবস হিসেবে বর্নাঢ্য কর্মসূচি দিয়ে দেশব্যাপী গনতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।কর্মসূচির প্রথম ধাপে ছিলো আনন্দ শোভাযাত্রা।পরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গণতন্ত্রের বিজয় উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা আওয়ামীলীগ এর শীর্ষস্থানীয় নেতারা বক্তব্যকালে বলেন,যারা উন্নয়ন দেখে না,তারা কি করে উন্নয়ন করবে।বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী একটি দল।বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখনই ক্ষমতায় এসেছে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে।এককালের তলাবিহীন ঝুঁড়ি আজকে দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।বাংলাদেশের প্রতিটা অঞ্চলের সাথে তাল মিলিয়ে পার্বত্য এলাকা উন্নয়নের জোয়ারে ভাসছে। আওয়ামীলীগ সরকার শিক্ষা,চিকিৎসা, যোগাযোগ,প্রযুক্তি,সমুদ্র বিজয় থেকে শুরু করে কোথায় উন্নয়ন হয়নি সেটা জনগণই বলুক।এসময় সমাবেশের প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি বলেন,যারা উন্নয়ন কি বুঝেননা তারা ঘর থেকে বেরিয়ে দেখুন বাংলাদেশ আগে কি ছিল,এখন কি হয়েছে। শেখ হাসিনার এই উন্নয়ন কে ধরে রাখতে হল আগামী নির্বাচনেও পুনরায় নৌকা প্রতিকে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করার মাধ্যমে বীর বাহাদুর এমপিকে ৬ষ্ট বারের মত জয় যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।