কোভিড পরিস্থিতি ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত জেলা প্রশাসনের জরুরী সভা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২২ ১১:৫৪ : অপরাহ্ণ 318 Views

পার্বত্য জেলা বান্দরবানে করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব ও সংক্রমণ প্রতিরোধে এক জরুরি সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জরুরি সভা অনুষ্টিত হয়।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,সিভিল সার্জন ও উপ-পরিচালক ডা.অংসুইপ্রু মারমা,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা.অং চালু,প্রেসক্লাব এর সভাপতি মনিরুল ইসলাম মনুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় মন্ত্রিপরিষদ বিভাগ এর মাঠ প্রশাসন সমন্বয় শাখার ১০ জানুয়ারি ২০২২ তারিখের স্মারক নম্বর:০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১-১৩১ এর করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ বিষয়ে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে ১১টি নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।এসময় সভায় দোকান,শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করা,অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন করা,অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করা,স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যতয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা,রেঁস্তোরায় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করা,বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন,স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সকল মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামগণ এর মাধ্যমে সংশ্লিষ্টদের সচেতন করা,উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখা এবং কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!