

বান্দরবান অফিসঃ-বাংলাদেশ কারাতে ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেছেন-‘ভোটাররা কারাতে ফেডারেশনের আস্থা হিসেবে পাহাড় থেকে আমাকে নির্বাচিত করেছেন,আর এই আস্থার প্রতিফলত ঘটাতে হবে এশিয়া গেমসে চ্যালেঞ্জিং খেলা উপহার দেওয়ার মাধ্যমে’।এরই অংশ হিসেবে ফাউন্ডেশনকে ঢেলে সাজানো,বিদেশী কোচ সংযোজনসহ বান্দরবানে ক্রিড়া কমপ্লেক্স স্থাপনের ঘোষনা দেন নব নির্বাচিত এই কর্মকর্তা।আজ মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিকদের দেওয়া এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন-কারাতে কে এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা চাই।গত ১১তম এসএ গেমসে কারাতে যে সাফল্য পেয়েছিল তার পুনরুদ্ধারে সর্বাত্তাক চেষ্টা করা হবে।পাহাড়ের খেলোয়াড়রা খুব সাহসী,বিভিন্ন প্রতিযোগিতায় তারই স্বাক্ষর রেখেছেন।তাই আগামীতে তিন পার্বত্য জেলাসহ সারা দেশের যোগ্য খেলোয়াড়দের বাচাই করে একটি শক্তিশালী জাতীয় টিম গঠন করা হবে। নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় লাভ করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারাতের এই ওস্তাদ।বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মিনারুল হক,বুদ্ধ জ্যোতি চাকমা, এনামুল হক কাশেমী,আলাউদ্দিন শাহরিয়ার, সাবেক ফুটবলার নাছির উদ্দিন,রফিকুল আলম, মোজাম্মেল হক প্রমুখ।উল্লেখ্য, সম্প্রতি কারাতে ফেডারেশনের নির্বাচনে শাহাজাদা আলম এবং ক্য শৈ হ্লা প্যানেল ২৪টি পদের সব কটিতে জয়ী হয়।