বান্দরবান অফিসঃ-বাংলাদেশ কারাতে ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু ক্য শৈ হ্লা।মূলত তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে কারাতে ফেডারেশন এর এই নির্বাচনে অংশগ্রহণ করেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এন.এস.সি টাওয়ার) সভা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে অপর সাধারণ সম্পাদক প্রার্থী ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আলী আহসান বাদলকে ১০ ভোটের ব্যাবধানে হারিয়েছেন।নির্বাচনে সর্বমোট ৫৪ কাউন্সিলর অংশ নেয় এবং বিজয়ী প্রার্থী ক্য শৈ হ্লা ৩১টি ও বাদল ২১টি ভোট পেয়েছেন।এছাড়াও শাহজাদা-ক্য শৈ হ্লা প্যানেল বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচনে সবকয়টি পদে জয়ী হয়েছেন।জয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি পদে মো.হারুন অর রশীদ সরকার (৪১ ভোট),মোয়াজ্জেম হোসেন সেন্টু (৩৩ ভোট),শাহাজাদা আলম (৩২ ভোট) এবং মোহাম্মদ ইসলাম বেবী পেয়েছেন ২৬ ভোট।যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তাফিজুর রহমান ৪৩ ভোট এবং নয়না চৌধুরী পেয়েছেন ৩৪ ভোট।৩২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আবুল কালাম আজাদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোট ১৬জন।তারা হলেন সৈয়দ নুর হোসেন রকি (৪৯ ভোট),আজাহার আলী হীরা (৪৪ ভোট),আব্দুল্লাহ আল মামুন বাবু (৪৪ ভোট),মো.সালাউদ্দিন (৩৬ ভোট),রিয়াজ আহম্মদ কবির (৩৬ ভোট),মো.আনোয়ার (৩৩ ভোট), মাইনুল হোসেন (৩২ ভোট),মো.সাইফুাদ্দন (৩২ ভোট), হারুন অর রশিদ (৩১ ভোট),মো.বাবুল জামান (৩০ ভোট), সূজন মল্লিক দাস (৩০ ভোট),লোকমান হাওলাদার (২৯ ভোট),মো.ঈসমাইল (২৯ ভোট),চিত্রনায়ক আলেকজান্ডার বো (২৯ ভোট),মো.আফজাল ইসলাম (২৯ ভোট) এবং মো.শাহাজাদা মোল্লা পেয়েছেন ২৮ ভোট।কারাতে ফেডারেশন নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ক্রীড়া সংস্থার পরিচালক দীন মোহাম্মদ।উল্লেখ্য,জনপ্রশাসন মন্ত্রণালয় এর সচিব পদাধিকারবলে কারাতে ফেডারেশন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।নির্বাচনে বিজয়ী নতুন সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা টেলিফোনে সিএইচটি টাইমস ডটকমকে বলেন,আমি বান্দরবান এর জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলাম।বান্দরবান এর ক্রীড়াজগতের খুটিনাটি সবকিছু আমার নখদর্পণ।বান্দরবান জেলা পরিষদের তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জেলার ক্রীড়া সেক্টরের উন্নয়নে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র আন্তরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করার সুযোগ পেয়েছি।এ বিজয় আমার একার নয়,এটা সমগ্র বান্দরবানবাসীর বিজয়।আমি নতুন করে পাওয়া এই দায়িত্ব আন্তরিকতা ও সততার সাথে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ।পাশাপাশি এদেশের কারাতে কে এগিয়ে নেয়ার জন্য আমি সবার সহযোগিতা চাই।সেই সাথে গত ১১তম এসএ গেমসে কারাতে যে সাফল্য পেয়েছিল তার পুনরাবৃত্তি ঘটানোর চেস্টা করবেন।এদিকে কারাতে ফেডারেশন এর সাধারণ হিসেবে বাবু ক্য শৈ হ্লা এবং সহসভাপতি হিসেবে মোঃইসলাম বেবী নির্বাচিত হওয়ায় দুই নেতাকেই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিএইচটি টাইমস ডটকম সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল)।অভিনন্দন বার্তায় তিনি দুই নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।