বান্দরবানে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে বান্দরবান শহরের বিভিন্ন অলি-গলিতে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম শুরু হয়েছে।পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ এর ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় উক্ত স্প্রে কার্যক্রম শুরু হয়।রবিবার (২৯ মার্চ) দুপুর ৩ টায় মহতী কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ।এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ ও ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতার লক্ষ্যে বান্দরবানের বিশিষ্ট সমাজ সেবক কাজল কান্তি দাশের ব্যক্তিগত উদ্যোগে বান্দরবানের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে স্প্রে ও মশক নিধন স্প্রে করার উদ্যোগ কে স্বাগত জানিয়েছে বান্দরবানের শহরবাসী।তাঁরা বলছেন,কাজল কান্তি দাশ উদার মনের মানুষ।আমরা যারা বান্দরবানে বসবাস করি আমরা উনার এই উদারতার বহু নজিরের রাজসাক্ষী।আমরা আশাকরি এমন কার্যক্রম তিনি নিয়মিত পারিচালনা করবেন।
এবিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক কাজল কান্তি দাশ বলেন, জনসচেতনতাই একমাত্র করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের হাতিয়ার।আত্মসচেতনতার মাধ্যমে আমাদের সকলকে যেমন সচেতন হতে হবে,তেমনি বান্দরবানবাসীকে সচেতন হয়ে নিজে এবং দেশকে বাচাঁতে এগিয়ে আসতে হবে।এসময় তিনি আরো বলেন,প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ ও ডেঙ্গু প্রতিরোধ প্রতিদিন আমার ব্যক্তিগত উদ্যোগে বান্দরবানে পৌরসভার অলিতে গলিতে একটি ট্রাকে করে ৩ জন জীবাণুনাশক ওষুধ স্প্রে করবে পাশাপাশি অটোতে ৩ জন মশক নিধন স্প্রে করবে।দেশ ও জাতির চরম এই ক্রান্তিকালে আমরা বান্দরবানবাসী যার যতটুকু সাধ্য আছে তা জনসাধারণের কল্যাণে কাজ করার আহবান জানাচ্ছি।