শিরোনাম: নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হলো পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূতি চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ১ হোতা পুলিশী তৎপরতায় আটক উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে ফুলেল শুভেচ্ছা জানালো ক্রীড়া সংগঠকরা চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বান্দরবান সেনা জোন এর উপহারের বই পেলো মেধাবী শিক্ষার্থীরা

কর্মীসভা প্রত্যাখ্যান করে বান্দরবান জেলা কর্মী সম্মেলন প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলন


প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০১৮ ৭:৫৫ : অপরাহ্ণ 701 Views

বান্দরবান অফিসঃ-মেয়াদোর্ত্তীণ অনাস্থাকৃত আংশিক বিএনপি’র কর্মী সভা প্রত্যাখান উপলক্ষে বান্দরবান জেলা কর্মী সম্মেলন প্রস্তুতি কমিটি শুক্রবার বিকালে বান্দরবান চৌধুরী মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা কর্মী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি,জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মুজিবুর রশিদ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক মুছা সাওদাগর,লামা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃআমির হোসেন,লামা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু র্মামা,থানছি উপজেলা বিএনপির সভাপতি খামলাই ম্রো,তৃণমূল দলের সভাপতি লুসাইমং,বান্দরবান পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফৈরদৌস হায়দার রুশো,সেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর,যুবদলের মোঃ সোহেল, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান ছিদ্দিকী,জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ জিয়া উদ্দীন,উপজেলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃআলাউদ্দীন আলো,মিডিয়া দলের সদস্য সচিব ওমর ফারুক (জিহাদ) সহ বিএন’র অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত আবেদনটি সরাসরী উল্লেখ করা হলো,
আমরা নিম্মস্বাক্ষকারীগণ বান্দবরান পার্বত্য জেলার বিভিন্ন পদ পদবীধারী বিএনপির নেতৃবৃন্দ হই।২৮ এপ্রিল বিএনপির কর্মী সম্মেলন হওয়ার ঘোষনা দেওয়া হয়েছিলো।কর্মী সম্মেলন প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮ এপ্রিল/২০১৮ইং তারিখে বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন মহোদয়ের নির্দেশ মোতাবেক দায়িত্বপ্রাপ্ত হিসেবে প্রশাসনের নিকটক অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য আবেদন করেছি।পাশাপাশি অবগত হয়েছি অনাস্থাকৃত মেয়াদোর্ত্তীণ বান্দরবান জেলা বিএনপি কমিটির জনাবা মাম্যাচিং জাবেদ রেজা আবেদন করেন।উনারা আবেদন করেন সরকার পরিচালিত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির (টি.সি আই) সম্মেলন হল।আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিমধ্যে তথাকথিত মাম্যাচিং ও জাবেদ রেজার ২১ সদস্যের আংশিক কমিটির ১৬জন নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।পাশাপাশি বান্দরবান জেলাধীন ৭টি উপজেলা,২টি পৌরসভা ইউনিট সমুহ তথাকথিত কমিটি কে প্রথম থেকে অনাস্থা ও প্রত্যাখান করিয়া আসিতেছে।বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবার পর বান্দরবান জেলা বিএনপি কমিটি পূর্ণগঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন।এর ধারাবাহিকতায় বান্দরবান জেলার কেন্দ্রীয় সাংগঠনিক টিমসমূহ যথাক্রমে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,জয়নাল আবেদী(ভিপি জয়নাল) মানীয় চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম,উপদেষ্টা সুকোমল বড়–য়া বাস্তবতার নিরিখে বান্দরবান সফরসূচি স্থগিত করেন।আমরা বান্দরবান বিএনপির জেলা কমিটি পূর্ণগঠনের পূর্বে মাম্যাচিং- জাবেদ রেজা কর্তৃক আয়োজিত টি.সি আই হলরুমের কর্মীসভা প্রত্যাখান করছি।মাননীয় চেয়ারপার্সনের মুক্তি ও আগামী নির্বাচনকে সামনে রেখে অনাস্থাকৃত মেয়াদোর্ত্তীণ কমিটির স্থগিতকরণের পাশাপাশি কেন্দ্র অনুমোদিত ৯৮৩জন কাউন্সিলরের মাধ্যমে কমিটি গঠনের দাবী জানাচ্ছি।এদিকে খোঁজ নিয়ে জানা যায়,কর্মী সম্মেলন করার জন্য মামাচিং এর আবেদিত হলরুম বরাদ্দ হওয়ায় বিক্ষোভে ফেটে পরেছে বান্দরবান জেলার তৃণমূল বিএনপির কর্মী সমর্থকরা।তাদের একটাই কথা পূর্ববর্তী সময়ে তারা যে ধারণা পোষণ করছিলেন তাঁরই একটি অংশ হচ্ছে সরকারী প্রতিষ্ঠানে কর্মী সভা করার অনুমতি প্রাপ্তি।তা নাহলে দেশের কোথাও যেখানে বিএনপি নেতাকর্মীদের সরকারী বাহিনী দাড়ানোর সুযোগ দিচ্ছে না সেখানে কি করে বান্দরবান জেলায় কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী সরকারী একটি হলরুমে কর্মী সম্মেলন করার অনুমতি পায় সেটা নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।নেতাকর্মীদের ভাষ্য এই ষড়যন্ত্রের সঙ্গে তাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ব্যাহত করা এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী কে নির্বাচনী মাঠে হারানোর পূর্ব প্রস্তুতি।এই ধরনের সরকারী পা চাটা কোনও স্বার্থান্বেষী মহলকে বিএনপি বিক্রি করে দেয়ার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবেনা।প্রয়োজনে রাজপথে এদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপির কর্মী সমর্থকরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!