

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বান্দরবান ও লামা পৌরসভা।এতে পৌর এলাকায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রয়েছে।রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের দাবিতে সারাদেশের মতো বান্দরবানের পৌরসভা দুটির সকল শাখার কর্মকর্তা-কর্মচারীরা সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।ঘোষণা অনুযায়ী পৌরসভা কার্যালয়ের সামনে তারা কর্মসূচি পালন করছেন।এদিকে দিনব্যাপী দাপ্তরিক কর্মকাণ্ড বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে পৌরসভার সব উন্নয়ন কাজ।বান্দরবান পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার জানান,দেশের পৌরসভাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতাসহ চাকরি শেষে পেনশনও ঠিকমতো পাচ্ছেন না।এতে তারা মানবেতর জীবন-যাপন করছেন।অথচ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়া হচ্ছে না।সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানালেন বান্দরবান পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নেতা।এদিকে বান্দরবান পৌরসভার ইউজিআইআইপি প্রকল্পের বিভিন্ন চলমান কাজ বন্ধ রয়েছে এই কর্মবিরতির কারণে।প্রকল্পটির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক, ড্রেন নির্মাণসহ বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কাজ চলছে।উল্লেখ্য,গত এক মাস ধরে দেশের ৩২৭টি পৌরসভার মতো বান্দরবান জেলার বান্দরবান ও লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছে। তারা অবস্থান ধর্মঘট,প্রতিবাদ সভা,কর্মবিরতি পালনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।