করোনা ভাইরাসের দূর্যোগের এই সময় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে বান্দরবানের অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বান্দরবানের উদিয়মান তরুন নেতা ও সমাজসেবক রানা চৌধুরী এবং আসিফ আকবর।
বুধবার সকালে বান্দরবানের বালাঘাটা,কালাঘাটা,ছাইঙ্গ্যাসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সমাজসেবক আসিফ আর রানা এর ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী হিসেবে প্রতিজনকে ১কেজি ছোলা,১কেজি চিড়া,১ কেজি চিনি, ১কেজি সেমাই, ১কেজি পিয়াজ,১কেজি আলু,আধা কেজি তেল,আধা কেজি মুড়িসহ ২শত পরিবারের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবক রানা চৌধুরী বলেন,দেশে করোনা ভাইরাসের কারনে মানুষ আতঙ্কিত ,ঘর থেকে বের হতে পাচ্ছেনা অনেকেই। এদিকে করোনা ভাইরাসের কারনে বান্দরবানে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং তারই মধ্যে চলে এসেছে মুসলিম ধর্মালম্বীদের পবিত্র মাহে রমজান। তাই আমরা পবিত্র রমজানকে সামনে রেখে বান্দরবানের কিছু সংখ্যক অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।