

বান্দরবান অফিসঃ-বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান সদর উপজেলায় ১কোটি ৯০লক্ষ টাকার উন্নয়ন মুলক কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করা হয়।বুধবার সকালে উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।ভিত্তি প্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মুজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃশফিউল আলম,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী এম.আব্দুল আজিজ,বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,আওয়ামীলীগ নেতা মোঃকামাল হোসেন (মেম্বার),বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, বান্দরবান জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন,বান্দরবান পৌরসভার ১নং প্যানেল মেয়র ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাবু দিলীপ বড়ুয়া, বান্দরবান পৌরসভার ২নং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন,১নং ওয়ার্ড কাউন্সিলর আবু,বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মোহাম্মদ আলী,বান্দরবান পৌরসভার ১,২,৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ঊজালা তংচঙ্গ্যা,চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তোশিক চাকমা,সহারকী প্রকৌশলী মোঃ এরশাদ,রাঙ্গামাটির প্রথম শ্রেণী ঠিকাদার/প্রতিষ্ঠান মোঃসরওয়ার হোসেন,ওমদা মিয়া হিল,তবলছড়ি রাঙ্গামটি,বান্দরবানের প্রথম শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান এম.আর এন্টার প্রাইজ অন্যন্যরা উপস্থিত ছিলেন।পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান সরকার গ্রামীণ এলাকার রাস্তাঘাটসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন করে আসছে।তারই অংশ হিসেবে বান্দরবান,রাঙ্গামটি ও খাগড়াছড়ি প্রতিটি জেলার গ্রামে গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠান,কমিউনিটি সেন্টার গুলোর নির্মাণ ও নতুন রাস্তা তৈরী,পুরনো রাস্তাঘাট সংস্কার ও মেরামতের কাজে বিপুল অর্থ ব্যয় করছে,তিন পাবর্ত্য জেলা গুলোর উন্নয়নে নিয়োজিত সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান গুলো।ভিত্তি প্রস্তর প্রকল্পগুলো হলো-বান্দরবান সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের চতুরপার্শ্বে আর.সি.সি ড্রেইনসহ ওয়াকওয়ে নির্মাণ,বান্দরবান সদর উপজেলার বালাঘাটা ১নং ওয়ার্ডস্থ এলাকায় ০১টি ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন এবং বান্দরবান সদর উপজেলার যৌথ খামার এলাকায় বৌদ্ধ বিহার নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী।