

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আজ (১ এপ্রিল) বান্দরবানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্রের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলের উদ্বোধনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী।প্রধান অথিতির বক্তব্যে ক্য শৈ হ্লা বলেন,ইসলাম শান্তির ধর্ম।কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।ইসলামে জঙ্গিবাদের স্থান নেই।সভাপতির বক্তব্যে ইসলাম বেবী বলেন,আমরা সবসময় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করি।এসব প্রতিষ্ঠান থেকে যোগ্য নাগরিক গড়ে উঠুক সেটাই আমাদের কামনা।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃমকসুদ চৌধুরী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,ইসলামী শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য একেএম জাহাঙ্গীর,আব্দুর রহীম চৌধুরী প্রমুখ।