ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও মুসলিম এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০১৮ ২:৪১ : পূর্বাহ্ণ 753 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবানের প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত বান্দরবান সদরের ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও মুসলিম এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় এতিমখানার প্রায় অর্ধ শতাধিক এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করা হয়।কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু।এসময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আলী হোসেন,পৌর মেয়র সহধর্মিণী কামরুন্নাহার বেবী,ডনবক্সো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সীমা দাস,এতিমখানার পরিচালক মো:আব্দুল সোবাহানসহ এতিম ছাত্ররা এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসময় অনুষ্টানে বক্তারা বলেন,ভৌগলিক কারণে প্রতিবছরই বান্দরবান সহ ৩ পার্বত্য জেলায় শীতের মাত্রাটা অন্যান্য জেলার তুলনায় একটু বেশী।যেকারনে বান্দরবানেও প্রচন্ড শীতের প্রকোপে সাধারণ নারী,শিশু ও বয়স্করা কষ্ট পায়।এমন অবস্থায় সমাজের বিত্তবানরা তাদে সামার্থ্য অনুযায়ী শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্ত নারী,শিশু ও বয়স্ক মানুষের পাশে দাঁড়ালে তাদের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে এবং স্বাভাবিক থাকবে।বান্দরবানের বিত্তবানদের প্রতি এসময় পার্বত্য প্রতিমন্ত্রী পত্নী সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।উল্লেখ্য,শীতকাল শুরুর পরপরই বান্দরবানের দুর্গম ৩৩টি ইউনিয়নে সফর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু এবং তিনি অসহায় ও গরীব জনসাধারণের পাশে থেকে প্রত্যেক অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!