

বান্দরবানঃ-বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অুষ্ঠিত হয়। শনিবার সকালে বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারের কন্ফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারের চেয়াম্যান ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রু মারমা,ডাঃ বাচিং,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসে, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছিন আরাফাত,বান্দরবান সদর থানার ওসি মোঃ গোলাম সরওয়ার। এতে অন্যাদের উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, এনামুল হক কাশেমী,পাহাড় বার্তার নির্বাহী সম্পাদক মোঃ সাদেক হোসেন চৌধুরী, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদ, বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারের শেয়ার হোল্ডার মোঃ সোলাইমান সহ বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টার এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টার কে আধুনিক মানের সেবাগামী প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার প্রয়োজনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা সঠিক সময়ে নিয়ে নিতে হবে। বক্তারা আরো বলেন,বর্তমান সরকার মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে, সরকারী হাসপাতালের চেয়ে বেসরকারী হাসপাতালে সেবার মান বেশী। টাকার লোভে বিনা প্রয়োজনে কোন রোগীকে অপারেশন না করার জন্য বক্তারা পরামর্শ দেন। সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে বেসরকারী হাসপাতাল গুলোর সেবার মান বাড়াতে হবে। বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টার কে নিজস্ব অবকাঠামোর উপর দাড় করানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে অতিথিগণ বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টার কে নিজস্ব অবকাঠামোর উপর দাড় করানোর কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারের চেয়াম্যান ও অনুষ্ঠানে সভাপতি জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাস উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন,এবং বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারের কে নিজস্ব অবকাঠামোর উপর দাড় করানোর জন্য সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করন। পরে অতিথিরা বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটেন।