ইজিবাইকের ধাক্কায় লাশ হলো ৮ বছরের নন্দিতাঃ থামবে কি ইজিবাইক চালকদের দৌরাত্ম?


লুৎফুর রহমান (উজ্জ্বল) প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২২ ৪:১১ : অপরাহ্ণ 464 Views

বান্দরবান সেনানিবাসের ওয়ার্কসপ ক্যান্টিন এবং তৈয়ব স্টোর এর সামনে বালাঘাটা থেকে বান্দরবান জেলা শহরে যাওয়ার পথে ইজিবাইক (টমটম) এর সাথে ধাক্কা লেগে ৮ বছরের শিশু নন্দীতা চক্রবর্তী (৮) গুরুতর আহত হয়।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল এগারোটায় সংগঠিত এই ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিক রক্তাক্ত নন্দিতা কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নন্দিতার মা রুবি চক্রবর্তী বলেন,মেয়ে বাসা থেকে পাঁচটা টাকা নিয়ে কিছু কিনতে দোকানে যায়,রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়ি আমার মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়েছে।পরে মৃত নন্দিতার পিতা সজল চক্রবর্তী বাদি হয়ে বান্দরবান সদর থানায় ঘাতক টমটম চালক নুরুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।সে ভরখালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন,সড়ক দূর্ঘটনায় নিহত শিশুর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং ঘাতক ড্রাইভারকে আটকের ব্যাপারে আমাদের টিম কাজ করছে।এদিকে দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা শহরে ইজিবাইক চালকদের বেপরোয়া আচরণ ক্ষোভ প্রকাশ করে আসছিলো পৌরশহরে বসবাসরত সাধারণ মানুষ।দীর্ঘদিন যাবৎ তাদের এই বেপরোয়া যাত্রী পরিবহনের কারনে প্রতিদিনই বান্দরবান পৌরশহরে ছোটবড় কোনও না কোনও দুর্ঘটনার খবর উঠে আসছে খবরের পাতায়।এনিয়ে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন দুর্ঘটনার সচিত্র প্রতিবেদনও প্রকাশ করেছে।এতকিছুর পরেও অদৃশ্য একটি অপশক্তির ছত্রছায়া এবং প্রভাবশালীদের মদদপুষ্ট এই ইজিবাইক চালকদের বেপরোয়া দৌরাত্ম কোনও কিছুতেই থামানো যাচ্ছে না।বিভিন্ন সময়ে এই ইজিবাইক গুলোকে শৃঙ্খলায় আনতে উদ্যোগ নেয়া হলেও অদৃশ্য শক্তির কারনে তা বাধাগ্রস্থ হয়েছে।জনমনে প্রশ্ন উঠেছে ৮ বছরের নিষ্পাপ শিশু নন্দিতার নির্মল রক্তে রঞ্জিত বান্দরবান পৌরশহরের পৌর সড়কে এবার কি তাহলে এই ইজিবাইক চালকদের দৌরাত্ম কিছুটা কমবে?

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!