

বান্দরবান আলীকদম সেনা জোন (৩১ বীর) কতৃক পার্বত্য চট্রগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা,এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদান বিতরন কার্যক্রম পরিচালনা করেছে।বৃহস্পতিবার (৮ আগস্ট) আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে আয়োজিত আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লে.কর্ণেল মো.শওকাতুল মোনায়েম পিএসসি।এদিন তিনি দুই লক্ষ পয়ষট্রি হাজার একশো উনসত্তুর হাজার টাকার আর্থিক সহায়তা বিতরন করেন।এছাড়া আলীকদম ম্রো কমপ্লেক্স এর আবাসিক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।এসময় জোন কমান্ডার বলেন,আলীকদম সেনা জোন এর পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত আছে।আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।সেই সাথে আলীকদম জোনের আওতাভূক্ত সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন,অতীতের ন্যায় আগামীতেও সেনাবাহিনী দুঃস্থ অসহায় মানুষদের জন্য যে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করতো এই ক্যাম্প পরিচালনা করা হবে এবং তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরন করা হবে।