আরবী ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মার্স্টাসের সমমান স্বীকৃতি প্রদান করায় বান্দরবানে র‌্যালী ও শুকরিয়া সমাবেশে পার্বত্য প্রতিমন্ত্রী


প্রকাশের সময় :৭ অক্টোবর, ২০১৮ ৭:০৮ : অপরাহ্ণ 863 Views

বান্দরবান অফিসঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তামিল) কে ‘আল হাইতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্সের সমমান স্বীকৃতি প্রদান করে জাতীয় সংসদে বিল পাশ করায় বান্দরবান জেলা কওমি উলামা ঐক্য পরিষদ এর আয়োজনে র‌্যালি ও শুকরিয়া সমাবেশ অনুষ্ঠতি হয়।রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় র‌্যালিটি বান্দরবান শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ কওে পুনরাই একই একই স্থানে এসে শেষ হয়।র‌্যালির পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের সম্প্রীতির মঞ্চে এক বিশাল শুকরিয়া সমাবেবেশের আয়োজন করা হয়। শুকরিয়া সমাবেশে বান্দরবান ইসলামি শিক্ষা কেন্দ্রের পরিচালক ও বান্দরবান জেলা কওমি উলামা ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা হোছাইন মুহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাবর্ত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়া এর মহা-পরিচালক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ(কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর সেকেটারী আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী,সাতকানিয়া-লোহাগাড়া চট্টগ্রাম-১৫নং আসন এর সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নবভী এম.পি, বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ শফিকুর রহমান, বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌর সভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পুরষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। এছাড়াও বান্দরবানের সাত উপজেলা কওমি উলাম পরিষদের নেত্রীবৃন্দগন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পাবর্ত্য প্রতিমন্ত্রী বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার জনগনের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তামিল) কে ‘আল হাইতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্সের সমমান স্বীকৃতি প্রদান করে জাতীয় সংসদে বিল পাশ করে আবারও সেটা জলজেন্ট প্রমান করেছেন মানবতার নেত্রেী আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা মানুষের উন্নয়নে রাজনীতি করি,আমরা উন্নয়নে বিশ্বাসী,আমাদের সরকার কথা দিলে কথা রাখে,উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরই নৌকা মার্কায় আপনাদেও মহামূল্যবান ভোট দিয়ে আওমীলীগ সরকারকে ক্ষমতায় পাঠান,আমরা পুনরই সরকার গঠন করতে পারলে আগমীতে আপনাদের জন্য আরো বেশী বেশী উন্নয়নমূলক কাজ করার সুযোগ সুস্টি হবে। সভাপতির বক্তব্যে বলেন,আমরা কওমি উলামা ঐক্য পরিষদ পুর্বেও আপনাদের সাথে ছিলাম,বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। পরে প্রতিমন্ত্রী কওমি মাদ্রাসার সর্বপ্রকার সার্বিক সহযোগীতা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!