

বান্দরবান অফিসঃ-‘আমার অনেক ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধ করার।আমি ট্রেনিংও নিয়েছিলাম।কিন্তু অস্ত্র আমার চেয়ে লম্বা হওয়ার কারণে আমি যুদ্ধ করতে পারিনি।’ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই কথা বলেছেন।আজ সোমবার (২৬ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসনের মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বীর বাহাদুর উশৈসিং এসময় আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি অষ্টম শ্রেণিতে পড়তাম। তাই বয়সে ছোট হওয়ার কারণেই আমার চেয়ে অস্ত্র বড় ছিল। বর্তমানে আমার বয়স ৬০ বছর।কিন্তু এখন আমার চেয়ে বয়সে ছোট ব্যক্তিরাও নিজেদের মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেয়।আমার চেয়ে যারা বয়সে ছোট তারা কখনোই প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারে না।যারা পরিচয় দেয় তারা অবশ্যই ভুয়া।’এসময় তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিহত করতে সব মুক্তিযোদ্ধার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের আপনারা প্রতিহত না করেন তবে আপনাদেরই সম্মান নষ্ট হবে।’ এসময় তিনি সব মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বান্দরবানের জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে বান্দরবান পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম,মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আবদুল ওয়াহাব,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কাশেমসহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।