বান্দরবানে ৭ দিনব্যাপী বইমেলা শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে ৭ দিনব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান জেলা প্রশাসন,সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে এই বই মেলার আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃআব্দুল মান্নান ইলিয়াস,যুগ্ন সচিব অসীম কুমার দে,জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন,পৌর মেয়র ইসলাম বেবী।
বই মেলা উদ্বোধনের আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বই হচ্ছে আমাদের জ্ঞানের একমাত্র সোপান আর এই বই হল বর্তমান ও ভবিষ্যতের বেঁধে দেওয়া সাঁকো।জীবনে মানুষের বেঁচে থাকার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয় তেমনি ভাবে জীবনের পথ চলা কে পরিপূর্ণ করার জন্য বই এর প্রয়োজন হয়।আর জীবনের পথ চলাকে পূর্ণাঙ্গ করতে পারে বই যা আমাদের আত্মাকে পরিতৃপ্তি দিতে পারে।তাই সকলকে বেশি বেশি করে বই পাঠের প্রতি আগ্রহী হওয়ার জন্য আহ্বান জানান পার্বত্য মন্ত্রী।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বান্দরবান পার্বত্য জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পেলেন নতুন দুইটি আধুনিক বিআরটিসি বাস।শনিবার (৩০নভেম্বর) সকালে ১১ টায় বান্দরবান অরুন সারকী টাউন হল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই দুটি বাসের শুভ উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস,বান্দরবান সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ মকছুদুল আমিন,বান্দরবান সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া।নতুন বাস পেয়ে কলেজ দুটির শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।