

আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বান্দরবানে র্যালী,পথ নাটক ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবানের অনন্যা কল্যান সংগঠন (একেএস) এর শ্রেয়া প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।এসময় বান্দরবান সদরের অনন্যা কল্যান সংগঠন (একেএস) এর অফিস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।পরে প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা ও তার প্রতিরোধ এর লক্ষ্যে পথ নাটক,কবিতা,আবৃত্তি,মৌন প্রতিবাদ হিসেবে এক মিনিট নীরবতা এবং সবশেষে প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড, “নারীর প্রতি সহিংসতা বন্ধের এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এসময় কর্মসূচীতে অনন্যা কল্যান সংগঠন (একেএস), ব্র্যাক,নারী নেত্রী,এডভোকেট,শিক্ষাবিদ ও সাংবাদিকরা অংশ নেন।শ্রেয়া প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর কুলসুমা আক্তার সঞ্চালিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনন্যা কল্যাণ সংগঠনের (একেএস) নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং,অনন্যা কল্যাণ সংগঠনের (একেএস) এর প্রোগাম ডাইরেক্টর দীনেদ্র ত্রিপুরা,অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর শ্রেয়া প্রকল্পের প্রোগাম কো-অর্ডিনেটর পেককিম বম,ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ আনিস,ব্র্যাক কর্মকর্তা মুনমুন খান,কহিনুর বেগম, সাংস্কৃতি কর্মী হোসনে আরা শিরীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।