এখন পার্বত্য অঞ্চলের গ্রামের জনসাধারণ শহরের সুযোগ সুবিধা ভোগ করছে,এখন গ্রাম আর গ্রাম নেই,স্কুল,কলেজ, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল,যোগাযোগ ব্যবস্থা সহ নানা সুবিধা পৌছে গেছে পার্বত্য অঞ্চলের গ্রাম গুলোতে।
এই উন্নয়নের একমাত্র অবদান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শি দেশ পরিচালনা।বান্দরবানে তিন পার্বত্য জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প (DDRRIP-3HD) এর আওতায় সাড়ে আঠারো কোটি আট লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি,বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাধীন বাস্তবায়িত সড়ক,রুমা বিসি হতে ম্যাওফা পাড়া হয়ে তারাছা ইউপি অফিস পর্যন্ত ৫২৫০ মিঃ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
শনিবার ২৯শে জুলাই বান্দরবান চিম্বুক সড়কের তারাছা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা,৪নং সুয়ালক,৬নং ওয়ার্ডের গেৎশমনি পাড়া এলাকায় এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত বেতছাড়া বাজার সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবান এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
সভাপতির বক্তব্যে এলজিইডি,বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন,সড়কটি উদ্বোধনের ফলে বান্দরবান রুমা সড়ক হতে তারাছা ইউনিয়ন পরিষদ, বেতছড়া বাজার ও বৌদ্ধ পাড়া হয়ে বান্দবান সদর উপজেলার সাথে সংযুক্ত হয়েছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার শতশত লোকজন চলাচল করে। এই সড়কটি বাস্তবায়নের ফলে একাধিক পাড়াবাসীর উৎপাদিত কৃষিজ ও ফলজ পণ্য সহজে জেলা সদরে পরিবহন করতে পারবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),বান্দরবান এর বাস্তবায়নে প্রায় সারে আঠারো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এই সড়কটি উদ্বোধনের ফলে স্থানীয় বসবাসকারী জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটলো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লীমা,সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারন সম্পাদক,মোঃ সামসুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।