সারাদেশে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা সভা সমাবেশ থেকে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটুক্তি মূলক মন্তব্য এবং হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবান জেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুন) সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।
পরে জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী’র অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাস,জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়াসহ জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা এসময় মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে লক্ষীপদ দাস বলেন,একটি অশুভ শান্তিপ্রিয় বাংলার জনগণ কে অশান্ত করে তোলার চেষ্টা করছে।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নেতৃত্ব দেয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অশালীন ভাষায় কটুক্তি করে বাংলাদেশ আওয়ামীলীগ এর নেতাকর্মীকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করা হচ্ছে।আজকের এই সমাবেশ থেকে তাদেরকে সতর্ক করে দিচ্ছি,ডিজিটাল বাংলাদেশের রুপকার,উন্নয়নের অবিসংবাদিত রাষ্ট্র নায়ক,গণমানুষের নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কটাক্ষ-কটুক্তি পার্বত্য রত্ন বীর বাহাদুরের সম্প্রীতির বান্দরবানে চলবে না।সকল অশুভ শক্তিকে বান্দরবান জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সর্বত্র প্রতিরোধ করা হবে এবং প্রতিহত করা হবে।
এসময় বক্তারা আরও বলেন,আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর থেকে পার্বত্য বান্দরবানে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ড হয়েছে।আগামীতেও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এই জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড নিশ্চিত করতে কাজ করে যাবে।