প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক ধসে গিয়ে প্রায় এক মাস ধরে যোগাযোগবিচ্ছিন্ন বান্দরবানের থানচি উপজেলার সাথে সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে।বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চিম্বুক থানচি সড়কের পোড়া বাংলা এলাকায় ধসে যাওয়া সড়কটির পাশেই বিকল্প বাইপাস সড়ক তৈরির পর যান চলাচল শুরু হয়।বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ (২০ ইসিবি) সদস্যরা সড়কটির সংস্কার কাজ করছে।
আজ বুধবার দুপুর থেকে বান্দরবান চিম্বুক থানচি সড়কে যান চলাচল শুরু হয়েছে।এই সড়কটি পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন একটি সড়ক।চিম্বুক ও নীলগিরী পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য পর্যটকরা সড়কটি ব্যবহার করে।এছাড়াও স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের যাতায়াতে এই সড়কটি একমাত্র ভরসা ছিলো।জানা গেছে ভারী যানবাহন চলাচল করতে আরো কিছু দিন সময় লাগতে পারে।
সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ২০ ইসিবি সুত্রে জানা যায়,অতি বৃষ্টি ও প্রবল বর্ষণের কারণে থানচি সড়কে ধসে যাওয়া ২২০ মিটার জায়গা পাইলট কাট করে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে।এছাড়া সড়কটির বিভিন্ন অংশে সংস্কার করা হয়েছে।শুকনো মৌসুমে সড়কটিতে আরো সংস্কার কাজ করা হবে।
এদিকে ক্ষতিগ্রস্ত বান্দরবানের-রুমা সড়ক সংস্কারের পর এই সড়কটিতে হালকা যান চলাচল শুরু হয়েছে।বান্দরবান সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন,কিছু দিনের মধ্যেই দু’টি সড়ক কে যানবাহন চলাচলে পুরোপুরি স্বাভাবিক করে তোলতে কাজ করে যাচ্ছে সড়ক বিভাগ।
উল্লেখ্য,গেল আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণে ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন অংশ ধসে গিয়ে বান্দরবানের সাথে রুমা ও থানচি উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এ দু’টি উপজেলার লোকজন গেলো একমাস নদীপথে যাতায়াত করতেন।