অনুদানের অর্থ সঠিক কাজে ব্যায় করুনঃ অধ্যাপক থানাজাম লুসাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২৫ ৮:১৫ : অপরাহ্ণ 56 Views

বান্দরবানে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।বৃহষ্পতিবার (১৩ মার্চ) দুপুরে বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জটিল রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ম্যা ম্যা নু,বান্দরবান সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারী বিভাগের প্রতিনিধিবৃন্দ ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

অনুদান প্রদানকালে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,একজন রোগীর দুঃসময়ে পাশে থেকে সরকার সমাজসেবা বিভাগের মাধ্যমে তাদের মুখে একটু হাসি নিশ্চিত করার জন্যই এই অনুদান তুলে বিতরন করে যাচ্ছে।যদিও এই অনুদান তাদের চিকিৎসা খরচের তুলনায় কিছুই না।সব অনুদানের টাকা যেন রোগী বা রোগীর স্বজনরা সঠিক কাজে ব্যয় করার জন্য পরামর্শ দেন প্রধান অতিথি।

পরে ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়াসহ জড়িল রোগে আক্রান্ত ৬৫ জন রোগী ও তাদের অভিভাবকদের হাতে ৫০ হাজার টাকা করে মোট ৩২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।যা রোগী ও স্বজনদের নিজস্ব ব্যাংক হিসাবে ইএফটি এর মাধ্যমে অনুদানের অর্থ হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!