বাংলাদেশসহ আন্তর্জাতিক বাজারে বান্দরবানে উৎপাদিত কৃষি এবং কারুপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।এখানে উৎপাদিত কৃষিপণ্য অর্গানিক হিসেবে সুখ্যাতি আছে।একশপ অ্যাপস উদ্যোক্তাদের পণ্য ক্রয় বিক্রয় করার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যে সবমহলে পরিচিতি পেয়েছে।অনলাইন প্ল্যাটফর্ম একশপের মাধ্যমে এগ্রো ট্যুরিজম বিকাশে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। রবিবার (২০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষিজীবি,ক্ষুদ্র উদ্দ্যোক্তা,কৃষি কর্মকর্তাসহ অংশীজনদের সাথে অনলাইন প্ল্যাটফর্ম "একশপ" এর মাধ্যমে এগ্রো ট্যুরিজম বিকাশের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায তিনি আরও বলেন,বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে।এখানে ভ্রমণে আসা পর্যটকরা ফেরার পথে আদা,হলুদ,পেপে কলা ড্রাগন ফলসহ মসলা জাতীয় দ্রব্য ক্রয় করে থাকেন।পর্যটকদের চাহিদার কারণে এখানে কারু শিল্পের ব্যাপক প্রসার ঘটছে।বান্দরবানের সমৃদ্ধ সংস্কৃতি ট্যুরিষ্টদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে। জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা কৃষকের পণ্যটি একশপের মাধ্যমে আপলোড করে তার পণ্যের বাজার নিজরাই সৃষ্টি করতে পারেন।এ অ্যাপস ব্যবহারকারী ক্রেতা-বিক্রেতারা যাতে প্রতারিত না হন এই জন্য প্রশাসনের নজরদারি রয়েছে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো.ছাদেক,জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো.রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো.শাহনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.ওমর ফারুক,বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ ইউডিসির উদ্যোক্তা এবং কৃষকগণ উপস্থিত ছিলেন।সভায় প্রধানমন্ত্রী কর্তৃক কৃষি পুরস্কার প্রাপ্ত বান্দরবানের স্বনামধন্য কৃষক তৈয় ম্রো জেলা প্রশাসককে ভিয়েতনামি নারিকেল এবং কৃষক দাওয়াল বম তার বাগানে উৎপাদিত বারোমাসি কাঁঠাল উপহার দেন।জেলা প্রশাসক কৃষি ক্ষেত্রে অবদানের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.