

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপনের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে বান্দরবান জেলা ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান/বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।এদিন সকাল ৮ টা ৩০ মিনিটে বান্দরবান স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।একই স্থানে সকাল ১১ টায় শিশু কিশোর এবং মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এদিন দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্প্রীতি মঞ্চে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে।একই দিন সুবিধাজনক সময়ে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে জেলাধীন সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির,গীর্জা,প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় স্ব স্ব প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।
বিজয় দিবস’২০১৯ উপলক্ষে একইদিন সোমবার সুবিধাজনক সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল,জেলখানা,বৃদ্ধাশ্রম, এতিমখানা,ডে কেয়ার সেন্টার,শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।একই দিন বিকাল ৩ টায় বান্দরবান স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ,বিকাল ৫ টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,সন্ধ্যা ৬ টায় একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে বান্দরবান আঞ্চলিক বেতার কেন্দ্রে মাসব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করছে।
দিনটি হবে সরকারি ছুটির দিন।সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।১৫ ও ১৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।এছাড়াও রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় জেলা শিশু একাডেমি তে বাংলাদেশ শিশু একাডেমি কতৃক মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এদিকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় জেলা প্রশাসন কতৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক পত্রে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান সূচী অনুযায়ী আয়োজিত সকল কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে দফায় দফায় আলোচনা করে কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।