অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন বান্দরবানের প্রাক্তন পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম।বর্তমানে তিনি ঢাকা এসবি তে বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত।গেলো মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিডনির সহকারী সচিব মো.মাহাবুর রহমান শেখ সাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।উল্লেখ্য,এর আগে তিনি বান্দরবান পার্বত্য জেলায় প্রথম নারী পুলিশ সুপার এবং সময়কাল হিসেবে দীর্ঘ ২ বছর ৭ মাস ২৪ দিন পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি ২০১৯ সালের ২০ ডিসেম্বর থেকে ২৩ আগস্ট ২০২২ পর্যন্ত বান্দরবান জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন কালে জেলায় অপরাধ দমন,সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত ছিলেন।বিশেষভাবে মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহন করেন।কিশোর গ্যাং তৎপরতাকে তিনি কঠোরভাবে দমন করেন।এছাড়াও তিনি করোনাকালে হত দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সহায়তা দিয়ে সহযোগিতা করেন।জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে জেলা-উপজেলায় চষে বেড়িয়েছেন।এসময় তিনি নিজেও দুইবার করোনা আক্রান্ত হন।তীব্র শীতে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করে তিনি বিপুল প্রশংসিত ছিলেন।এছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরাতে এসপি জেরিন আখতার,বিপিএম এর আপোষহীন তৎপরতা এখনও বান্দরবানের স্থানীয় জনসাধারন এর মাঝে আলোচনা সৃষ্টি করে।খেলাধুলা কে তিনি বিশেষ নজরে রাখতেন।তিন পার্বত্য জেলার ইতিহাসে প্রথমবারে মতো রাজার মাঠে অনুষ্ঠিত বক্সিং প্রতিযোগিতা আয়োজনে তিনি ছিলেন আলোর বাতিঘর।এছাড়াও পুলিশের সদস্যরাও বিভিন্ন ইভেন্টে একের পর এক সফলতা এনে দিয়েছিলো।দাবা কে সংগঠিত করার জন্য তিনি নানাভাবে সহযোগিতা করেন। বান্দরবান জেলা পুলিশ আয়োজিত রাজসিক বিদায়ের বেশকিছু ছবি বান্দরবানের স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ তাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে নানা উপাধিতে পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম কে প্রশংসায় ভাসিয়েছেন।বিদায়ের খবরে অনেকেই ছিলেন আবেগাপ্লুত।সেসময় জেরিন আখতার,বিপিএম এর আবেগআপ্লুত একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে বাংলাদেশ পুলিশের চৌকস কর্মকর্তা জেরিন আখতার, বিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন বান্দরবানের প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।এসময় বান্দরবানে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বান্দরবানবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরন করেন জেরিন আখতার।এছাড়াও অতীতের ন্যায় আগামীতেও যাতে পুলিশের একজন কর্মকর্তা হিসেবে ভালো কাজ করতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.