

বান্দরবান অফিসঃ-বান্দরবান ৪নং ওয়ার্ড মধ্যম পাড়া, মারমা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ভূস্মিভূত ৭৫টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা অনুদান এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।আজ মঙ্গলবার দুপুর ১১ ঘটিকার সময় অগ্নিকান্ড এলাকায় পরিদর্শন শেষে এই নগদ অর্থ এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।মন্ত্রী বলেন, একটি ভুলের কারনে আজ এত ক্ষতি হল।একটি সচেতনতায় রক্ষা করতে পারে আপনার জীবন বা আপনার পরিবার।তাই সচেতন হোন সাবধানতা অবলম্বন করুন।
নদগ অর্থ বিতরণের সময় আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ প্রত্যেক পরিবারকে ১ হাজার টাকা এবং বান্দরবান রোটারি ক্লাব থেকে ৫শ টাকা করে অর্থ প্রদান করা হয়।ত্রাণ বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম,বান্দরবান এর জেলা প্রশাসক দাউদুল ইসলাম,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,পৌর মেয়র মোঃইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য ক্যা সা প্রু,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ।উল্লেখ্য গত ১১ আগষ্ট শনিবার মধ্যম পাড়া,মারমা বাজার এলাকায় বৈদ্যুতিক চুলা থেকে আগুন লেগে ৭৫টি বাড়ি ভূস্মিভূত হয়েছে।