

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আগামী ১৪ জানুয়ারী হতে ২ ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত ২০ দিন ব্যাপী বান্দরবানে ন্যাশনাল হাউজহোন্ড ডাটাবেইজ এনএইচডি প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে।বান্দরবান জেলাকে ২ টি শুমারী জেলায় ভাগ করে তথ্য সংগ্রহ করা হবে।শুমারী কাজ সু্ষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ৭ জন উপজেলা শুমারী সমন্বয়কারী,৩৯ জন জোনাল অফিসার,৯৩ জন সুপারভাইজার এবং ৮৬৪ জন গননাকারী নিয়োগ দেয়া হয়েছে।ইতোমধ্যে জোনাল অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়েছে।আজ বৃহস্পতিবার বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা কমিটির এক সভায় এসব তথ্য জানানো হয়।উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার এতে সভাপতিত্ব করেন।তথ্য সংগ্রহের সুবিধার্থে স্থানীয় শিক্ষিত জনগোষ্ঠির মধ্য হতে গগনাকারী ও সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে।দেশের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন,সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং অগ্রাধিকারমূলক দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকার এর বহুবিধ সমাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসহ অনন্য সেবা ও উন্নয়নমুলক কর্মসূচি পরিচালনার জন্য এ শুমারী গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।