

বান্দরবান সদরের রেইছার ঢালু সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পশু খাদ্য বহনকারী একটি ট্রাক গাড়ি উল্টে ২ জন আহত হয়েছে।গতকাল সোমবার দুপুর ১১ টার সময় বান্দরবান রেইছা আর্মি চেকপোস্ট সংলগ্ন রাস্তার পাশে ব্রেক ফেইল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খাদ্য বহনকারী গাড়িটি।গাড়িটি মুরগির ফিট বহন করে যাচ্ছিল।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় বলে জানা গেছে।এতে ট্রাকে থাকা ড্রাইভার এবং হেল্পার দুইজন গুরুতর আহত হয়।আহত ড্রাইভার চট্টগ্রামের সীতাকুন্ড থানার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ রহমত গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে শাহাবুদ্দিন (৩২),হেল্পার মিরসরাইয়ের সার খালি গ্রামের ৭ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম (২২)।এ বিষয়ে বান্দরবান রেইচা আর্মি পোস্টে থাকা দায়িত্বরত পুলিশ সদস্য নায়েক অর্জুন চাকমা জানান,ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এবং এতে গাড়িতে থাকা ড্রাইভার ও হেলপার আহত হয়েছে।বান্দরবান হতে বাঁশখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।উল্লেখ্য,সরকারি নানা উদ্যোগ ও সতর্ক নির্দেশনা জারির পরও রেইছার এই ঢালু সড়কে নিয়মিত সড়ক দুর্ঘটনা লেগেই থাকে।অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ির কারনেই এই সড়কটিতে এই ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকে আহত এবং নিহত হচ্ছেন।