বান্দরবান অফিসঃ-বান্দরবানের ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগনের মুখোমুখি জনপ্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়েস ফ্রেন্ডস গ্রুপ বান্দরবানের আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, পটিয়ার সহযোগিতায় মঙ্গলবার বিকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমার সভাপতিত্বে জনগনের মুখোমুখি জনপ্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত (Sidsel Bleken), রাষ্ট্রদূত পত্নী (Tor Andreas torhubg) এবং সুইডিশ এর উন্নয়ন কর্পোরেশনের প্রধান (Andreas Ohrstrom)।এছাড়াও জেলা প্রশাসনের সহকারি কমিশনার রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজুয়ানুল ইসলাম, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দীন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির এরিয়া ম্যানেজার মো: জসীম উদ্দীনসহ সুয়ালক ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।এসময় সভায় এলাকার বিভিন্ন জনসাধারণ সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের উন্নয়ন, দুর্নীতি ও সফলতা নিয়ে প্রশ্ন করেন এবং পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।এসময় অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্বে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থার তথ্য তুলে ধরেন এবং বলেন, বর্তমান সরকারের আমলে সুয়ালক ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, আর তার সুফল পাচ্ছে জনসাধারণ।
এসময় তিনি আরো বলেন, সুয়ালক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে ড্রেন, কালভার্ট, সড়ক নির্মাণসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে, আর উন্নয়ন কর্মকান্ড গুলো সম্পাদন হলে এলাকার চেহারা ও পাল্টে যাবে উন্নয়নের জোয়ারে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা আগামীতে ও এলাকার সকল জনসাধারণকে ও একত্রে মিলেমিশে সহঅবস্থানে থাকার আহবান জানান এবং সরকারি বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করার অনুরোধ জানান।এসময় অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত Sidsel Bleken মুক্ত আলোচনায় অংশ নেয় এবং আগামীতে বাংলাদেশের শিক্ষা ও দারিদ্রতা দূরিকরণসহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় বিভিন্ন নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.