

বান্দরবানে সদরের ৪নং সুয়ালক ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কতৃক বাস্তবায়িত গরীব,দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে মাসিক ৩০ কেজি হারে ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে।৩ মার্চ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চাল বিতরন করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা।এসময় ৪নং সুয়ালক ইউনিয়নের আওতাভুক্ত ৯টি ওয়ার্ডের ৪শত ৪৩ জন দুঃস্থ ও অসহায় উপকারভোগী পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে মোট ১৩ হাজার ২শত ৯০ কেজি ভিজিডি চাউল বিতরণ করা হয়।এসম সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহলা মারমার সভাপতিত্বে ১নং ওয়ার্ডের মেম্বার মো.আব্দুর সবুর,২নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দীন, ৪নং ওয়ার্ডের রেদামং মারমা,৫নং ওয়ার্ডের মেম্বার শৈক্যহ্লা মারমাসহ গ্রাম পুলিশ ও উপকার ভোগীসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।