

বান্দরবান ও লোহাগাড়া’র সীমান্তবর্তী এলাকা টংকাবতী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মো.শফিক (৩৫) নামে এক যুবককে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।এসময় শফিক এর কাছ থেকে ধারালো একটি ছুড়ি,মুখোশ, কসমেটিক চুল (পরচুলা),গ্যাসলাইটার সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করে জনতা।এদিকে মো.শফিককে আটক করার আগে সে সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল নামক এলাকার মো.রাসেল (৩২) নামক এক ছাত্রলীগ কর্মীকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ২টা নাগাদ সদর উপজেলার ৫নং টংকাবতী ইউনিয়নে ৩নং ওয়ার্ডের চান্দের পাড়া এলাকা থেকে শফিক নামের এই সন্ত্রাসীকে আটক করে স্থানীয় জনতা,পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কানন চৌধুরী আরো জানান,মো.শফিক এর নামে বান্দরবান,লোহাগাড়া ও চট্টগ্রামে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।বর্তমানে মো.শফিক পুলিশ হেফাজতে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।