সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মার্মাকে অপসারণ দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২৪ ৯:১৮ : অপরাহ্ণ 58 Views

বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা এর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে স্থানীয় জনসাধারন।ইউপি চেয়ারম্যান উ ক্য নু মারমা কতৃক ভুয়া কাগজ পত্র দেখিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ,আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অর্থ বাণিজ্য, রাতের অন্ধকারে পাহাড় কাটায় সহযোগিতা,ভূমি জবর- দখলসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ৪ নং সুয়ালক ইউনিয়নের জনসাধারন এই মানববন্ধন করে।এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে অপসারণ এবং দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে জনসাধারণের সেবা গতিশীল রাখা দাবিও জানান স্থানীয়রা।এসময় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী জাহাঙীর আলম,মহিলা দল নেত্রী হাসিনা বেগমসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।এবিষয়ে,উ ক্য নু মারমা সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানকাজের অনিয়ম সংক্রান্ত দায় স্থানীয় ইউপি সদস্যদের উপর চাপিয়েছেন।তবে তিনি ঠিকাদার হিসেবে ঘর নির্মান কাজে সম্পৃক্ত ঠিকাদারদার প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে তড়িঘড়ি করে ফোন কেটে দেন।

এদিকে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ ক্য নু মারমা এর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বিষয়ে প্রশাসনের অন্তত দুইটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, এখন পর্যন্ত লিখিত কোনও অভিযোগ পাইনি।তবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের খবরটি শুনেছি।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা।অনুসন্ধানে জানা যায়,উ ক্য নু মার্মা চেয়ারম্যান হিসেবে ব্যবসা বাণিজ্যের একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য স্থানীয় সেচ্ছাসেবকলীগ,যুবলীগ এবং বিএনপি ও যুবদলের স্থানীয় গুটিকয়েক নেতা কে নিয়ে নিজস্ব একটি সিন্ডিকেট বাহিনী গড়ে তুলেন।এই বাহিনীর মাধ্যমে তিনি বিভিন্ন অনিয়ম, ভূমি দখলসহ নির্বিঘ্নে নানা দুর্নীতি চালিয়ে গেছেন।ক্ষমতার দাপটে নিজের চেয়ারম্যান কার্যালয়ে তিনি একজন মানবাধিকার কর্মী রিপন চক্রবর্তীর উপর হামলা করেন।এ নিয়ে মামলাও করেন ভূক্তভুগী।বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!