

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-
বান্দরবানে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর আয়োজনে ডেস্টিনি-২০০০লিঃ এর চেয়ারম্যন ও এমডি এর নিঃশর্ত মুক্তি এবং ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে সমসামিয়ক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় এক হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ-বøু চট্টগ্রাম বিভাগীয় প্রধান নির্বাহী মো:এরশাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ-বøুচট্টগ্রাম বিভাগীয় নির্বাহী সদস্য ও দৈনিক ডেসটিনি’র স্টাফ রিপোর্টার মো:আবুল কাশেম,ডিএসএমএফ-বøু চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী সদস্য মো:ওসমান গণি,ডিএসএমএফ-বøুবান্দরবান সদর থানার উপ-প্রধান নির্বহী সদস্য কিরণ জয় তঞ্চঙ্গ্যা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএসএমএফ-বøু বান্দরবান সদর থানার প্রধান নির্বহী সদস্য ও রাজপুত্র চ হ্লা প্রæ (জিমি)।সভায় সঞ্চালনায় ছিলেন ডিএসএমএফ-বøু বান্দরবান সদর থানার নির্বহী সদস্য ও দৈনিক ডেস্টিনি পত্রিকার সাংবাদিক মো:রাসেল আলী তালুকদার। সভায় বক্তারা বলেন,আমরা ডেসটিনি পরিবার,আমাদের ডেসটিনি-২০০০লিঃ এর চেয়ারম্যন ও এমডিকে সরকার বিনা বিচারে অগণতান্ত্রিক উপায়ে প্রায় ৫টি বছর আটক করে রেকেছে,উনাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা/অভিযোগ আনা হয়েছিল,আদালতে কোন স্বাক্ষী প্রমাণ করতে পারে নাই,সুতরাং মিথ্যা মামলা গুলো একের পর এক খারিজ হয়ে যাচ্ছে। সরকার কিছু অসাধু ব্যবসায়ী ও কিছূ অসাধু মিডিয়ার অপপ্রচারের কারণে ডেসটিনি-২০০০লিঃ এর চেয়ারম্যন ও এমডি কে অযথা গ্রেফতার করার কারণে বাংলাদেশে ডেস্টিনি-২০০০লিঃ এর লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে পড়েছে,সরকারের নিকট আজকের এই আলোচনা সভা থেকে একটায় দাবি ডেস্টিনি-২০০০লিঃ এর চেয়ারম্যন ও এমডি এর নিঃশর্ত মুক্তি এবং ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে দিয়ে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃস্টি করে দেয়া।পরে সভায় অতিথিদের সম্মানানা ক্রেস্ট প্রদান করা হয়।