

দুর্গম পার্বত্য জেলা বান্দরবানের শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকা (১৪ জানুয়ারী) সোমবার সকালে বান্দরবান সদরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে রোটারি ক্লাব অব বান্দরবানের আয়োজনে শীতার্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় জেলা ও উপজেলার বিভিন্ন অসহায় ও দরিদ্র জনসাধারণ উপস্থিত থেকে এই শীত সামগ্রী গ্রহণ করে।অনুষ্ঠানে রোটারি ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট রোটারিয়ান কাজল কান্তি দাশ, সেক্রেটারী রোটারিয়ান মোজাম্মেল হক লিটন,ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান অমল কান্তি দাশ, রোটারিয়ান মাহাবুুবুর রহমান, রোটারিয়ান অলক ধর, রোটারিয়ান মো:ফারুক, রোটারিয়ান মংক্যচিং চৌধুরী, রোটারিয়ান মো:ইসমাইল, রোটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান মো:শফিকুর রহমান বাবুলসহ ক্লাবের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় জেলা ও বিভিন্ন উপজেলার গরীব ও অসহায় ৩০০ শত ব্যক্তির মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, দেশের অন্যান্য জেলার মত বান্দরবানে ও প্রচুর শীত অনুভুত হয়,আর তাই প্রতিবছরই শীতার্থদের পাশে দাড়ায় রোটারি ক্লাব অব বান্দরবান।