মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-
বান্দরবানের পৌর এলাকা বালাঘাটার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘রংধনু সমাজ কল্যাণ সমিতি’-এর উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় ২২ জুন ২০১৭ইং বৃহস্পতিবার,বিকাল ৪ টায় বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়-এর অডিটোরিয়ামে বান্দরবান পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড এবং বালাঘাটা কুহালং ইউনিয়নের মোট ১০০টি গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে সেমাই,চিনি,সয়াবিন তেল,পেয়াজ,নুডলস ও নারকেল বিতরণ করা হয়। ‘রংধনু সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ লোকমানুল হক-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।তিনি বলেন,এলাকার গরিব ও দুঃস্থ পরিবারের কল্যাণে সবার এগিয়ে আসা উচিত।রংধনু সমাজ কল্যাণ সমিতির মহৎ উদ্যোগ তিনি অত্যন্ত প্রসংশা করেন।তিনি আরো বলেন পৌর এলাকার শৃংখলা রক্ষা এবং অন্যান্য কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর।তিনি বলেন বর্তমান সরকার আমাদের সকলের জন্য বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা রেখেছে যেমন-শিক্ষার উপবৃত্তি,প্রযুক্তির ব্যবহার,মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং মাথাপিছু আয় বৃদ্ধির কথা উল্লেখ করেন এবং সমিতির উত্তোরত্তর সাফল্য কামনা করেন। বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু খায়ের আবু,স্থানীয় জনপ্রতিনিধি বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী,পুর্ব বালাঘাটা জামে মসজিদের খতিব মাওলানা আহাম্মদ কবির,মোঃ ফরিদুল আলম।সমিতির সভাপতি মোঃ লোকমানুল হক তার বক্তব্যে বলেন,ঐক্য,উন্নয়ন ও সেবাই আমাদের সমিতির মূল লক্ষ্য,আমাদের সমিতিটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।আমাদের সমিতির কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষরোপন অভিযান,কবরস্থান ভরাট,গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রদান,গরিব মেয়ের বিবাহে আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগীতা প্রদান,এলাকার গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।২০১৪ ও ২০১৫ এবং ২০১৬ সালে মোট ২৫০টি গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এছাড়ও বিভিন্ন মসজিদে গামছা-টুপি বিতরণ করা হয়।সভাপতি বালাঘাটা এলাকার মানুষের বিভিন্ন সময় সমিতির কার্যক্রমে সহযোগীতা করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘রংধনু সমাজ কল্যাণ সমিতি’র সদস্যদের একান্ত প্রচেষ্টা,সৎ ইচ্ছা ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সকলের সার্বিক ও সর্বাক্তক সহযোগিতা কামনা করেন। সমিতির অন্যান্য সদস্যরা হলেন-মোঃ সোহেল রানা (সহ-সভাপতি),মোঃ রুহুল আমিন (সাধারণ সম্পাদক),মোঃ নাজিম উদ্দিন (সহ-সা: সম্পাদক),মোঃ রিয়াদ হোসেন (কোষাধ্যক্ষ),মোঃএমরানুল হক (সাংগঠনিক সম্পাদক),মোঃদিদার আলম (সহ-সাং: সম্পা:),মোঃ আব্দুল শুক্কুর (সহ কোষাধ্যক্ষ),মোঃ ইমরান খান,মোঃ শাহেদ,মোঃ মাঈন উদ্দিন সাগর,মোঃ হামিদ (প্রচার সম্পাদক),মোঃ ইমন,ছৈয়দ আহাম্মদ,মোঃ আবু তালেব,মোঃএনামুল হক (ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক),মোঃইয়ার হোসেন,মোঃ করিম,মোঃতৈয়ব আলী,মোঃ মিজান,মোঃ নোবেল,রুবেল রানা,মোঃ শওকত আলী,মোঃশাহিন প্রমুখ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.