যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।দিবসের শুরুতে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারের শহিদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।এসময় সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।একইদিন সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় বান্দরবান ইসলামীক ফাউন্ডেশন আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও,বান্দরবান সদর।আলোচনা সভার শুরুতেই শুরুতেই বান্দরবান ইসলামীক ফাউন্ডেশন এর উপপরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ্ ও ফাউন্ডেশন কর্মকর্তারা প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান।পরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন দিয়েছেন এবং শহিদ হয়েছেন,তারা এই বাংলার অমর সন্তান।পাকিস্তানি শাসকগোষ্ঠীর বুলেটে ছিন্নভিন্ন হয়ে যাওয়া সেই রক্তাক্ত স্মৃতি আমরা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।শুধু তাই নয় আজকের এই দিনে সারা বিশ্ববাসী পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ভাষার জন্য প্রাণ দেয়া সকল ভাষা শহিদের আত্মার মাগফেরাত কামনা করছি-শান্তি কামনা করছি।ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আলেম ওলামা এবং ইসলামীক ফাউন্ডেশন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।এদিকে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভার তথ্য জানার জন্য ফাউন্ডেশন এর উপপরিচালক এর সরকারি মোবাইল নাম্বারে কল দেয়া হলে তিনি ফোনটি কেটে দেন।পরে পুনরায় সাংবাদিক পরিচয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলে কোনও সাড়া না পাওয়ায় আলোচনা সভাটির বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।এজন্য বিশদ তথ্য প্রকাশ করতে না পারায় সিএইচটি টাইমস ডটকম সম্পাদনা পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ তথা সরকার ঘোষিত জনগণের দৌড়গোড়ায় তথ্য সেবা পৌঁছে দেয়ার ঘোষণা বাস্তবায়নে অবদান রাখায় সিএইচটি টাইমস ডটকম বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এর (এটুআই) কতৃক লোকাল ইনোভেশন’২০১৫ (স্থানীয় অনলাইন দৈনিক) হিসেবে পুরষ্কৃত একটি অনলাইন নিউজ পোর্টাল।সিএইচটি টাইমস ডটকম সরকারের প্রতিটি উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।