“মানবাধিকার সংস্থা” বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) বান্দরবান জেলা শাখা কর্তৃক “মাদক বিরোধী” শীর্ষক আলোচনা সভা ও বান্দরবান জেলা শাখা কমিটির নাম ঘোষণা অনুষ্ঠান বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বান্দরবান শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।জেলা পরিষদ সদস্য ও বাসক জেলা সভাপতি চিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসক চট্টগ্রাম বিভাগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান চৌধুরী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনু,বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী,প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাসক বান্দরবান জেলা সেক্রেটারি কবি ও লেখক রিপন চক্রবর্তী,সহ সাংগঠনিক সম্পাদক বীণা পানি চক্রবর্তী, লাকী মার্মা,নিনি প্রু মার্মা,সাংবাদিক তপন চক্রবর্তী।অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা।অনুষ্ঠানে বক্তারা বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি।এই ব্যাধিতে বিশেষ করে যুব সমাজের অবক্ষয় লক্ষণীয়।তাই যুব সমাজকে এই ব্যাধি থেকে রক্ষা করতে হলে মাদক মাদক বিরোধী সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।