

বান্দরবান অফিসঃ-বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরীর পিতা ফেরদৌস চৌধুরী ইন্তেকাল করেছেন।আজ মঙ্গলবার দুপুর ২ টায় তিনি বান্দরবান শহরের নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।মৃত্যুর সময় পর্যন্ত তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।তিনি বান্দরবানের প্রবীন ব্যক্তিত্ব মরহুম মোস্তাফিজুর রহমান চৌধুরীর ছেলে।মরহুম ফেরদৌস চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানান তাঁর বড় ছেলে তৈয়ব চৌধুরী।মৃত্যুর সময় তিনি স্ত্রী ছাড়াও দুই ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।বাদ এশা মরহুমের নামাজে জানাযা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।এদিকে ফেরদৌস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এছাড়াও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।