

বিএনকেএস এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডার সহযোগিতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি প্রকল্পের আওতায় ৪নং সুয়ালক ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করনের উদ্দেশ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সুয়ালক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ ক্য নু মার্মা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,ওসিসি প্রোগ্রাম অফিসার অরুণ বিকাশ চাকমা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনকেএস ম্যানেজার ক্যবাথোয়াই।শুনানীতে ধারনাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক উবানু মার্মা।প্রজেক্ট অফিসার মুমু রাখাইন এর সঞ্চালনায় আয়োজিত শুনানিতে প্রধান অতিথি বলেন,বান্দরবান সদর উপজেলার মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের নিদের্শনা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।ইউনিয়নে জন্মনিবন্ধন ৯৫% এবং মৃত্যুর নিবন্ধন ৯৭% উত্তীর্ণ হয়েছে।সুতরাং সকলে সম্মিলিত ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার উদ্যোগটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বান্দরবান জেলার মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে ৪নং সুয়ালক ইউনিয়ন একটি উদাহরণ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।