

বান্দরবান অফিসঃ-বান্দরবান সদর উপজলার বাছাইকৃত ৫২ জন খামারীদের নিয়ে আধুনিক ও উন্নত পদ্বতিতে গৃহপালিত পশু ছাগল,ভেড়া,পাহাড়ী মোরুগ বা বন মোরুগ পালন এবং ৫২জন খামারীদের মাঝে সরকারী ভাবে ছাগল,ভেড়া, বন মোরুগ,সরবরাহের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে উৎপানের লক্ক্য মাত্রায় পৌছার জন্য গত সোমবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের কার্যালয়ে হর রুমে এক কমর্শালার আয়োজন করা হয়।প্রকল্পের সমন্বয়কারী ও চট্টগ্রাম ভেটানারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ মুহাম্মদ কবিরুল ইসলাম খান এর সভাপতিত্ব কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানেরর জেলা প্রশাসক মোঃআসলাম হােসন,বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তার, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলতাফ হােসন,বান্দরান জেলা প্রণী সম্পাদ কর্মকর্তা আনিসুর রহমান, লাইভস্ট এর প্রধান গবেষক ডাঃআব্দুল জলিল,অধ্যাপক পরিতোষ,সদর উপজেলা প্রণী সম্পাদ কর্মকর্তা মোঃআবুল কালাম আজাদ,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃজিয়া উদ্দীন প্রমুখ।কর্মশালায় বক্তারা বলেন,বর্তমান সরকার পাহাড়ী অঞ্চলের গরীব দারিদ্র আদর্শবান খামারিদের আথির্ক ভাবে সচ্ছল করা ও মাংসেরর চাহিদা পুরনে এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার।এতে আথির্ক ভাবে সহায়তা দিয়েছন কৃষিগবেষনা ইন্টিটিউট।পরে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয় কর্মশালার সমাপ্তি করেন।