বান্দরবান ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের টুলপন্টের উন্মুক্ত ইজারা


প্রকাশের সময় :২৭ জুন, ২০১৮ ৬:৫৯ : পূর্বাহ্ণ 624 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড এর ২০১৮-২০১৯ সালের টুলপয়েন্টর উন্মুক্ত ইজারা ডাক সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পরিষদ কার্যালয় সভা কক্ষে গতকাল সকাল সাড়ে ১১টায় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহ্লা র্মামা এর সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সুয়ালক ই¦উনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃনাছির উদ্দীন,সুয়ালক সাবেক ইউপি সদস্য মোঃ আলম মেম্বার,সুয়ালক আমতলী র্মামা পাড়া ৫নং ওয়ার্ড সদস্য শৈক্য হ্লা র্মামা (সুমন),২নং ওয়ার্ড সদস্য আব্দুস ছবুর,সুয়ালক প্রান্তিলেক ৩নং ওয়ার্ড সদস্য মোঃআব্বাস উদ্দীন (মেম্বার),সুয়ালক গয়াল মারা ৮নং ওয়ার্ড সদস্য মোঃজামাল উদ্দীন (মেম্বার),সুয়ালক ভাগ্যকুল ৯নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মালেক মেম্বার,ফারুকপাড়া ৬নং ওয়ার্ড সদস্য লাল হাই বম মেম্বার,সুয়ালক ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা রিনা আক্তার,সুয়ালক ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা মাসাথূই মারমা, সুয়ালক ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা আয়শা বেগম,উপজেলা যুবলীগ নেতা মোঃইদ্রিছ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃআরিফ, তুলাতলী বাজার পরিচালনা কমিটির সদস্য মোঃ আলমগীর,পিআরডিবি-৩ এর কাইচতলী গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি মোঃনজির হোসেন,কাইচতলীর আহাম্মদ উল্লাহসহ ইজারা ডাকে অংশ গ্রহণকারী বিভিন্ন ওয়ার্ড হতে আগত জনসাধারণ উপস্থিত ছিলেন।এতে প্রধান অতিথি বলেন,সুয়ালক ইউনিয়ন পরিষদের ইজারা ডাক সরকারী বিধি মোতাবেক পরিচালনা করা হচ্ছে এই ইজারা প্রদান সম্পর্কে বান্দরবানের জেলা প্রশাসক মহোয়কে অবিহিত করা হয়েছে,উনার সম্মতিক্রমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।সভাপতির বক্তব্যে বলেন আমরা সরকারী বিধি অনুসারে আজ উনমুক্ত ইজারা প্রদান ডাকের আয়োজন করা হয়।সচ্চতা ও জবাব দিহিতামূলক কাজের অংশ হিসেবে আজকের এই উনমুক্ত ইজারা ডাক।আপনারা সরকারকে কর/টেক্স দিয়ে সহযোগিতা করবেন,সরকার তা পূণরাই জনগনের উন্নয়নের কাজে ব্যায় করবে।পরে সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!