বান্দরবান- সুয়ালক-লামা আভ্যন্তরীণ সড়কের নির্মাণাধীন ব্রীজের বিকল্প অস্থায়ী সড়ক ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার রাতে ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় নিমার্ণধীন বিকল্প সংযোগ সড়ক ভেঙ্গে যায়, যার ফলে সকাল হতে এই সড়কে সব ধরনের ভারী ও ছোট যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে সড়ক ভেঙ্গে যাওয়ায় দুই পাশে বহু যানবাহন আটকা পরেছে, যার ফলে সাধারণ যাত্রীর পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের চরম ভোগান্তী পোঁহাতে হচ্ছে।
এদিকে এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের সিনিয়র সহকারি প্রকৌশলী মো:জিল্লুর রহমান বলেন, আমরা এই বিষয়ে অবগত হয়েছি এবং দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করবো।