বান্দরবান সুয়ালক উত্তর সুলতানপুর দারুল কোরআন মাদ্রাসা ইবতেদায়ী,হিফজুল কোরআন ও এতিমখানা পরিচালনা কমিটির আয়োজনে ৫ম বার্ষিক সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বাদে আছর হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে। উত্তর সুলতানপুর দারুল কোরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বার্ষিক সভায় আয়োজন করা হয়। সভায় প্রধান ওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত প্রদান করেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও চাঁদগাও আবাসিক কেন্দ্রীয় জামে মসজিদেও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা ডক্টর নিজাম উদ্দীন। বার্ষিক সভায় বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পিএইচডি গবেষক ও রাউজান ইউনুছিয়া মাদ্রাসার আরবী প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি ওবাইদুল্লাহ, বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা ও সিকদার পাড়া জামে মসজিদের খতিব কাজী মাওলানা আবদুুল লতিফ সিকদার, বাজালিয়া ফজিল(ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা ইলিয়াস আজাদ, ধোপাছড়ি চন্দনাইশ থেকে আগত মাওলানা শাহাজান। সুয়ালক উত্তর সুলতানপুর দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ৫ম বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সুয়ালক উত্তর সুলতানপুর দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু বক্কর, মসজিদের জায়গা দাতা হাজী ছিদ্দিক। বার্ষিক সভায় সার্বিক সহযোগিতা ও নিবেদিত প্রাণ হয়ে বার্ষিক সভার জন্য কঠোর পরিশ্রম করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য লেখক ইসলামী গবেষক সাংবাদিক মোহাম্মদ আলী, পরিচালনা কমিটির সদস্য আব্দুল মালেক,পরিচালনা কমিটির সদস্য সাহেদ হুজুর, মাদ্রাসার প্রধান শিক্ষক শায়ের মু:লোকমান হোসাইন কাদেরী, সহকারী শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম, আবদুল গনি সাওদাগর, যুব নেতা মো: ইদ্রিছ, মো: হুমায়ন সহ এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় যুবকগণ এবং কমিটির অন্যান্য সদস্যগণ। বার্ষিক সভায় বক্তারা বলেন, পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান, এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ,ইসলাম একটি শান্তির ধর্ম,ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস,বোমা বাজদের কোন স্থান নেই,মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম। মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু বক্কর বক্তব্যে বলেন, আমাদের এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিম খানাটি আমাদের গরীব এলাকাবাসীর পক্ষে পরিচালনা করাটা অত্যান্ত কষ্ঠকর ব্যাপার হয়ে দাড়িছে, বান্দরবানের কোন অর্থশালী ও বৃত্তবান ব্যাক্তি আমাদের এই প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে আমরা এই প্রতিষ্ঠানটির নাম পরির্বতন করে সেই দানশীল ও দানবীর ব্যক্তির নামে প্রতিষ্ঠানটির নাম করণ করা হবে। মাদ্রাসা ও এতিমখানা পরিচালনায় আধুনিক বান্দরবানের রূপকার বান্দরবানের কৃতি সন্তান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, সেনা জোন, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ সকলের সার্বিক সহগোগিতা কামনা করেন। পরিশেষে দেশ ও মানব জাতির কল্যানে বার্ষিক সভায় বিশেষ দোয়া করা হয়।
মোঃ শফিকুর রহমান
বান্দরবান প্রতিনিধি
০১৮৩২৬৫৮৪৫০
২৯/০২/২০২০