বান্দরবান সদর উপজেলা পরিষদের প্রেস ব্রিফিং


প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০১৭ ১২:৪১ : পূর্বাহ্ণ 612 Views

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:- “সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা,বিশেষ করে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডি,বিভিন্ন সেক্টরে অর্জিত সফলতা,ভিশন:২০২১ ও ভিশন ২০১৪১এর লক্ষ ও অর্জনসমূহ,টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সন্ত্রাস ও জঙ্গীবাদ ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কর্মকান্ডে জনগনকে সমপৃক্তকরণ” এর লক্ষে বিশেষ প্রচারের লক্ষ্যে বান্দরবান জেলা তথ্য অফিস কর্তৃক বান্দরবানের সদর উপজেলার স্থানীয় সাংবাদিক অংশ গ্রহনে ৯ অক্টোবর সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রবীণ সাংবাদিক এম,এ হাকিম চৌধুরী,প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,এনটিভি বান্দরবান প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার,দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবুল বশর ছিদ্দিকী,দৈনিক স্বাধীন ভাষা প্রতিনিধি মোহাম্মদ আলী,মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি কৌশিক দাশ,মোহনা টিভি বান্দরবান প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন,বাংলা টিভি প্রতিনিধি রিমন পালিত সহ বান্দরবানের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।প্রেস ব্রিফিং এ স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এর গুরুত্ব পুর্ণ তথ্য প্রদান করেন,বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃ শরিফুল ইসলাম।সভায় বক্তারা বলেন,সরকার অন্যান্য উন্নয়নের পাশা-পাশি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দোগে ১০টি উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে তা যথা-একটি বাড়ী-একটি খামার প্রকল্প,আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,সবার জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম প্রদান,নারী ক্ষমতায়ন কার্যক্রম সমূহ,সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা,কমিউনিটি ক্লিনিক,বিনিয়োগ, পরিবেশ সচেতনা।সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে,গরীবদের একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় এনে স্বাবলম্বী করা,আশ্রয় হীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় নিয়ে আশা,অসহায় নারীদের উন্নয়নে সরকার ইউনিয়ন,পৌরসভা,উপজেলা ও জেলা পরিষদে সামগ্রিক কার্যক্রমে নারী সদস্যদের ভুমিকা জোরদার ও পর্যাপ্ত পরিমাণে বরাদ্ধের ব্যবস্থা করেছে। নারীদের দক্ষতা বৃদ্ধি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।সমাজের অন্যান্য নাগরিক সংগঠনের সাথে নেটওর্য়াকিং ও যোগাযোগের মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ দুরকরা,পরিবেশ দুষণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতা বৃদ্ধির জন্য মসজিদ,মন্দির, ক্যায়াং,গির্জায়,বিদ্যালয়ে বেশী বেশী করে প্রচার করা।বিভিন্ন পত্র-পত্রিকায় লেখনীর মাধ্যমে বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন:২০২১ ও ২০১৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহ জনগণের নিকট তুলে ধরা।প্রেস ব্রিফিংয়ে এছাড়াও অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী অরুন প্রীতি তংচঙ্গ্যা, মোঃহাবিবুর রহমান,মোঃজামাল উদ্দীন,মোঃ শফি প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!