

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বিনামুল্যে বীজ ও সার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান কৃষি কনভেনিং কমিটির আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু।এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলতাফ হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুছ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো:ওমর ফারুক প্রমুখ।অনুষ্ঠানে অতিথিরা বলেন,কৃষকদের সার্বিক উন্নয়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সব সময় বন্ধুর মত কৃষকদের পাশে থেকে সব ধরনের সেবা প্রদান করে যাচ্ছে,কারন আমাদের বাংলাদেশে কৃষি প্রধান দেশ।অনুষ্ঠানে ১০৩ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।এসময় প্রতিজন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ২ কেজি ভুট্টা বীজ,২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।