

বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার সহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা।এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬ জন।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন।সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু জানান, বান্দরবানের আক্রান্তের সংখ্যা বাড়ছে।সংক্রমণের সংখ্যা বিবেচনা করে বান্দরবান সদর ও রুমা উপজেলাকে লকডাউন করা হয়েছে।এদিকে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বী বাহাদুর উশৈসিং এমপি করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়াও মন্ত্রী সংস্পর্শে আসা আরও তিন জন করোনায় আক্রান্ত হন।