

বান্দরবান অফিসঃ-এবার বান্দরবান শহরে নিজের জন্মদাতা পিতার হাতে স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনা ঘটেছে।আর এই ঘটনায় ধর্ষক পিতাকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।ধর্ষক পিতার নাম সাইদুল ইসলাম (৫২)।স্থানীয় সূত্রে জানা যায়,শহরের বনরূপা পাড়ার ছিদ্দিক নগর এলাকায় এ ঘটনা ঘটে।গত রোববার (১ এপ্রিল) রাতে মেয়ের মা বাসায় বাইরে থাকার কারনে বাবা সাইদুল তার আপন ছোট মেয়েকে বাসার একটি রুমে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।পরে মেয়ে ঘটনাটি প্রতিবেশীদের জানালে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী পৌর কাউন্সিলর এর মাধ্যমে ধর্ষক পিতা সাইদুলকে পুলিশে সোপর্দ করে।মেয়ের বড় বোন লাকী আক্তার জানায়,আমার সৎ মা নানার বাড়ি বরিশাল যাবার সুযোগে বাসায় কেউ না থাকায় বাবা আমার ছোট বোনকে ধর্ষণ করে।তিনি আরো বলেন,এর আগে আমার বাবা আমাকেও একাধিকবার ধর্ষণ করার চেষ্টা করলে আমি আমার মাকে বিষয়টি জানানোর পর কিছু না করার কারণে এই ঘটনা ঘটেছে।এই ব্যাপারে পৌর মহিলা কাউন্সিলার সালেহা বেগম বলেন, মেয়েটি বনরুপাপাড়া একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে অধ্যায়নরত,এই ধরণের ঘটনার পর আমরা ধর্ষক পিতাকে পুলিশে দিয়েছি।প্রসঙ্গত,বান্দরবান শহরে এই প্রথম পিতা কর্তৃক এই ধরণের জঘন্য ঘটনা ঘটার কারনে এলাকায় তোলপাড় শুরু হয়েছে,অনেকে এই ঘটনার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ মো:গোলাম ছরোয়ার বলেন,এই ঘটনার সাথে জড়িত থাকার কথা পিতা স্বীকার করেছে,মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।