আজ ২৮ই মার্চ রোজ শনিবার সকাল ১০ঘটিকায় বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় ছাইঙ্গ্যা দাণেশ পাড়ায়,শেখ মুজিবুর রহমানের শত তম বর্ষ উপলক্ষে “খাদ্য বান্ধব কর্মসূচীর” আওতায় হত দরিদ্রের মাঝে “১০ টাকা দামের সুলভ মূল্য ১০০ জনকে পুষ্টি সমৃদ্ধ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডিলার মংক্য প্রু মার্মা, আরো উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ আফিসার লিটন দাশ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়, মংক্য প্রু মার্মা বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা দামের চাল বিতরণ করা হচ্ছে। দরিদ্র মুক্ত দেশ গড়ায় শেখ হাসিনার লক্ষ্যে। দেশে প্রত্যেকটি জেলা উপজেলায় হত দরিদ্র মাঝে ১০ টাকা দামের চাল বিতরণ করা হবে বলেন তিনি। এসময় স্থানীয়, নেতৃত্ববৃন্দরা মনে করেন,এভাবে গরিব অসহায় ব্যক্তিদের মাঝে স্বল্প দামের চাল বিতরণ করলে সমাজ দরিদ্র মুক্ত থাকবে মনে করেন।