

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর আওতায় কোভিড ১৯ (করোনা ভাইরাসের) প্রাদুর্ভাবের কারনে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে (ফুড প্যাকেজ) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (৩১ মে) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর উদ্যোগে বান্দরবান জেলা সদরের তুমব্রু পাড়া,ফানচিঘোনা,ভরাখালী,সুয়ালকসহ বিভিন্ন এলাকার অসহায় দু:স্থ চার শতাধিক পরিবারের মাঝে এই (ফুড প্যাকেজ) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবন, সুজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর সেক্রেটারি অমল কান্তি দাশ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য গ্যাব্রিয়েল ত্রিপুরা,নির্বাহী সদস্য মো.খলিলুর রহমান সোহাগ।এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মো.মোশারেফ হোসাইন,আজীবন সদস্য রাহুল দাশ,যুব প্রধান মো.মনিরুল ইসলাম,উপ যুব প্রধান ফয়সাল বিন মোস্তাফিজসহ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন,করোনাকালীন সময়ে বান্দরবান জেলার বিভিন্ন অসহায় দু:স্থ পরিবারের মাঝে এর আগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে।