

বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্দ্যেগে পৌরসভায় বসবাসকারী গরীব ও দুস্থ অসহায়দের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই,চিনি, কিসমিস,বাদাম ও নারিকেল বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যেগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মোঃ গিয়াস উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বান্দরবানের জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিমল কান্তি দাশসহ প্রমুখ।আয়োজকেরা জানান,পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় ৫’শত অসহায় ও হতদরিদ্র পরিবারদের মাঝে এক কেজি সেমাই,এক কেজি চিনি, কিসমিস, বাদাম এবং একটি করে নারিকেল বিতরন করা হয়েছে ।